আমরা যারা গত শতকের আশির দশকের গোড়ায় জন্মেছি তারা এমন একটা বন্ধ্যা সময় প্রত্যক্ষ করেছি যেটা আমাদের আগের প্রজন্মের লোকেরা করেন নি। সময়টা বন্ধ্যা এই জন্য যে, এই সময়ে সোভিয়েত ব্যবস্থাপনা ভাঙনের মুখে, কমিউনিজমের বিপরীতে মাথা তুলেছে পোস্ট মডার্নিজম। যা আসলে জড়বস্তুবাদ। কমিউনিজম দিয়ে সেই জড়বাদকে ঠেকানো যাচ্ছে না। একটা দর্শন শূন্য দুনিয়ার দিকে পৃথিবী এগিয়ে চলেছে। এই সময়টাতে আমাদের বেড়ে ওঠা। সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই কিছুদিনের মধ্যেই গোচরে এসে যায়, না, মানব জাতির ভবিষ্যত নিয়ে সন্দিহান হবার কোনো কারণ ঘটেনি। যতই হান্টিনটংরা ইতিহাসের মৃত্যু ঘোষণা করুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে সভ্যতার সংকটের মুখে দাড়িয়ে রবীন্দ্রনাথ যে উপলব্ধির কথা গভীর প্রত্যয়ের সাথে ব্যক্ত করেছিলেন, তারই বাস্তবায়নে আমরা সত্তর দশকের মাঝামাঝি পেয়ে গেলাম ‘অস্তিত্ব’ দর্শন তত্ত্ব। যা আসলে এযাবৎ মানব জাতির অর্জিত জ্ঞান দর্শনকে রক্ষণকামী অপশক্তির কবল থেকে আর্থসমাজে প্রয়োগ করার প্রযুক্তির সূত্র দেয়। সেই সূত্রকে কাজে লাগালে আর্থসমাজের অন্ধকার কেটে যেতে পারে। আলোকিত হয়ে উঠতে পারে এ বিশ্ব চরাচর।
২০১২ সালে এই ‘অস্তিত্ব’ জীবনদর্শনের প্রেরণায় পিরতলায় (ফতেপুর, লালগোলা) একটি কালচারাল গ্রুপ তৈরি করা হয়। ঐ বছরেই সেপ্টেম্বর মাসে ‘ছাড়পত্র’ নামে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করা হয়। পরের বছর (২০১৩) আরও একটি সংখ্যা প্রকাশিত হয়। পিরতলায় ‘ছাড়পত্র’ পত্রিকাকে কেন্দ্র করে ‘অস্তিত্ব’ নিরিখে সংস্কৃতি চর্চা কেন্দ্র (কালচারাল স্টাডি সেন্টার) গড়ে তোলা হয়। ইতিমধ্যে অস্তিত্ব দর্শন অনুসারী সাংস্কৃতিক ট্রাস্ট ‘সোসিও প্ল্যান কালচার এ্যাক্টিভেশন’ (এসপিসিএ) ২০১৩ সালে রেজিস্ট্রিকৃত হয়। এর আগেই এসপিসিএ এর রেজুলেশন অনুযায়ী বর্তমান সম্পাদকের তত্ত্বাবধানে ও সম্পূর্ণ আর্থিক সংঙ্কুলানে চলতে শুরু করে। ...
- দ্বি-মাসিক পত্রিকা -
সম্পাদক: মোঃ আযাদ হোসেন
গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১
পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক
নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার
সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ
RNI Ref. Number: 1343240
সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮
azadm.1981@gmail.com, voicemark19@gmail.com