ষষ্ঠ বর্ষ। প্রথম সংখ্যা জানুয়ারি - মার্চ ২০২৪

গল্প

দূরত্ব

বরুণ শ্যেন

একটা নতুন রোগের আবির্ভাব হয়েছে তা সকলেই জানে। একটি মারণ ভাইরাস এতো দ্রুত বিস্তার লাভ করছে যে কোনো ভাবেই তা ঠেকানো যাচ্ছে না।  মানুষ তাই খুবই ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। এমন অবস্থায় এক জোট হয়ে যে লড়াই করবে তারও উপায় নেই। এক জোট হওয়া খুবই বিপদের।

শরিফুল ইসলাম  তার একমাত্র ছয় বছরের প্রাণপ্রীয় সন্তান কে বারবার করে বলে দিয়েছে সে যেন কোনো প্রকারেই বাড়ির বাইরে না যায়। তাঁর সহধর্মিণী, জাহানারা, তাকেও বলে দিয়েছে ছেলেকে চোখে চোখে রাখতে।

জাহানারা ভালো ভাবেই জানে যে অন্যথা হলে তাকে অশ্রাব্য গালাগালি সহ্য করতে হবে, তাই ছেলেকে কোনো ভাবেই বাইরে খেলা ধুলা করার অনুমতি দিত না জাহানারা।

শরিফুল নানা ধরনের দুই নম্বরি করে বড়ো লোক হয়েছেন। বাংলাদেশে হেরোইন, গরু পারাপারের সঙ্গে এখনো পরোক্ষভাবে যুক্ত। একটা হোটেল দিয়েছে শহরে, করোনা পরিস্থিতিতে তা বন্ধ হয়ে পড়েছে বললে ভুল হবে। সেখানে সেই আগের মতই অবৈধ মেলামেশার আশ্রয়স্থল। সন্ধ্যার সময় দিনের সমস্ত উপার্জন বুঝে নিয়ে এবং ম্যানেজার সাহেবকে পুলিশের সঙ্গে ঠিকমত যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে বাড়ি ফিরলেন।

বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সবে খেতে বসেছেন এমন সময় পাশের ঘর থেকে তার ষাটোর্ধ মা এসে চেঁচাতে শুরু করলেন, 'তোর এক ছেলের জন্য সব শেষ হয়ে যাবে। কাজে থেকে সেলিম আজই ফিরেছে, আর তোর ছেলে সেখানে হাজির।'

শরিফুল বিস্ফারিত চোখে জাহানারার দিকে চাইলে জাহানারা বলে, 'চোখ এড়িয়ে বিকেলে বেরিয়ে গেছিল।' জাহানারা আরো বলতে যাচ্ছিল যে,  তাদের ছেলে সেলিমদের বাড়ি গিয়ে উপস্থিত ঠিক মত হতে পারে নি, আঙিনায় সবে গেছিল আর সেখান থেকেই সে তার ছেলেকে টেনে নিয়ে এসেছে।  তাতে সেলিমের বাড়ির লোক মর্মাহত হলেও সে ছেলেকে নিয়ে এক মুহুর্ত সেখানে ছিলেন না। কিন্তু এসব কথা শোনার জন্য শরিফুল সাহেব আর স্থির থাকলেন না, 'শালি' বলেই ভাতের থালা ছুড়ে মারলেন জাহানারাকে। কপাল কেটে ঝরঝর করে রক্ত পড়ার মতই অনবরত অকথ্য গালিগালাজ চলতে থাকল।

সকাল বেলায় জাহানারা একবারের জন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল । নির্বিকার শরিফুল সোফায় পা তুলে টিভি দেখছেন। উত্তর প্রদেশের বিকাশ দুবে নামে এক ব্যক্তির এনকাউন্টারে মৃত্যুর খবর প্রচারিত হচ্ছে সংবাদে।

 

:: ভয়েস মার্ক ::

- দ্বি-মাসিক পত্রিকা -

সম্পাদক: মোঃ আযাদ হোসেন

গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১

পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক

নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার

সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ

RNI Ref. Number: 1343240

-: যোগাযোগ :-

সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮

azadm.1981@gmail.com, voicemark19@gmail.com

:: সামাজিক মাধ্যম ::