ষষ্ঠ বর্ষ। প্রথম সংখ্যা জানুয়ারি - মার্চ ২০২৪

গল্প

বস

'এই যে পবিত্র, আয় আয়, ভেতরে আয়।' আম্লান পবিত্রকে ভেতরে ডেকে নেয়। 'দেখি, একটু সাইড দেবেন প্লিজ, একটু ভেতরে যাই' পবিত্র পাশ কাটিয়ে দুটো সিটের ফাঁকা স্পেসে দাঁড়ায়। 'তুই কষ্ট করে একটু দাঁড়া, একটু পর চেঞ্জ করি?' হাসি হাসি মুখ করে অম্লান বলে। পবিত্র বলে, ঠিক আছে।
পাশে বসে থাকা এক ভদ্রলোক পবিত্রকে বললেন, আপনি এখানে বসুন আমি একটু দাঁড়ায়।
'আমি তো সবে উঠলাম, আপনি ...' পবিত্রের কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন, বললেন, আমার একটু রিল্যাক্সেরও দরকার,  আপনি বসুন।

'ধন্যবাদ' বলে পবিত্র সিটে বসে অম্লানের দিকে তাকিয়ে তার শরীর কেমন আছে জানতে চায়।
'শরীরটা খারাপ, সুগার প্রেসার বেড়েছে। তারপরও অফিস কামাই করা যাবে না। শালা চামার বসের পাল্লায় জীবনটা হেল হয়ে গেল।' নধর দেহধারী অম্লান তার বসের চোদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়ে। 
'তোর তো নতুন বস আসছে, মালটা কেমন কিছু খোঁজ নিয়েছিস?'

অম্লানের কথায় পবিত্র এক গাল হেসে বলে, ভালো খারাপ নিয়ে আমার মাথা ব্যথা নেই, তা তো জানই। যেই আসুক আমি আমার কাজ করে যাবো। অম্লান ব্যাঙ্গাত্মক হাসি দেয় এবং যা বলে তার সারসংক্ষেপ এই যে, দূর্নীতি আচ্ছন্ন বিশ্বে  নিজের কাজ করা খুবই রিস্কের। পবিত্র আবার প্রসন্ন হাসি হেসে বলে, এই জন্যে কৌশল নিতে হবে। যা হচ্ছে হোক তুমি ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। দাঁড়িয়ে থাকা ভদ্রলোক দু'জনের কথা শুনছিলেন, পবিত্রকে বললেন, আপনার কথা খুব ইন্টারেস্টিং, কিছু মনে না করলে বিষয়টি

একটু ক্লিয়ার করবেন।

পবিত্র বলল, নোংরা কাঁদা জল থেকে হাঁস তার খাবার সংগ্রহ করলেও তার দেহে যেমন কোনো নোংরা লাগেনা, ব্যাপারটা ঠিক এই রকম। যতদিন সমাজ কাঠামো না পালটাচ্ছে ততদিন নিজেকে বাঁচিয়ে মনের চর্চা করে যান। কিছুক্ষণ পর অম্লান মুর্শিদাবাদে নেমে যায়। ভদ্রলোকের সঙ্গে বহরমপুর স্টেশন পর্যন্ত পবিত্র কথা বলতে বলতে আসে। পবিত্র কী করে না করে তিনি সব জেনে নেন।  পবিত্র জিজ্ঞেস করে জানতে পারে তিনিও কোনো কাজে বহরমপুরই যাচ্ছেন।

ভদ্রলোক খুব ভালো শ্রোতা, মনযোগ দিয়ে পবিত্রের সব কথা শুনছেন। মাঝে মাঝে দু একটা কথা বলছেন। পবিত্র চেয়ারে বসে একটা ফাইল নিয়ে কিছু কাগজ পত্র বের করে দেখছে। এমন সময় অফিসের পিয়ন এসে তাকে বলে যে বিডিও সাহেব তাকে ডাকছে। পবিত্র দরজা ঠেলে অনুমতি নিয়ে বিডিওর ঘরে প্রবেশ করে স্থির হয়ে যায়। ইনি! নতুন বিডিও! বসের আচরণ কেমন হওয়া দরকার, জনগণের সঙ্গে ব্যবহার কেমন হওয়া দরকার, পলিটিক্যাল ম্যাটার কী ভাবে হ্যান্ডেল করা যায় সে সব বিষয়ে যাকে সে জ্ঞান দিতে দিত আসলেন, তিনিই তার বস! চাকরি জীবনে এই প্রথম নিজেকে পবিত্রের অসহায় মনে হল। 

'পবিত্র, দাঁড়িয়ে কেন? আসুন।' বিডিও সাহেবের কথায় একটু নড়ে উঠলো পবিত্র, ধাতস্থ হয়ে বলল, স্যার আমাকে ডেকেছেন? 'হ্যাঁ, বসুন, এক সঙ্গে চা খাব।'

 

:: ভয়েস মার্ক ::

- দ্বি-মাসিক পত্রিকা -

সম্পাদক: মোঃ আযাদ হোসেন

গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১

পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক

নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার

সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ

RNI Ref. Number: 1343240

-: যোগাযোগ :-

সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮

azadm.1981@gmail.com, voicemark19@gmail.com

:: সামাজিক মাধ্যম ::