আমি তো কোনো কালে বাজার যাইনি। তà§à¦‡ তো পà§à¦œà§‡à¦¾à¦° শাড়ি দিতে চাইছিস। কানাই দà§à¦®à¦¾à¦¸ আগে নিয়ে গিয়েছিল। কি জানি তার à¦à¦•à¦Ÿà¦¾ কাগজে সই করতে হলো। বললো, বাঙà§à¦•à§‡ তোমার à¦à¦•à¦Ÿà¦¾ à¦à¦•à¦¾à¦‰à¦¨à§à¦Ÿ করে দিলাম।-- মাধাই à¦à¦° কথা শà§à¦¨à§‡ মা বললো।
তিন à¦à¦¾à¦‡ à¦à¦° মা সà§à¦°à¦¬à¦¾à¦²à¦¾ মণà§à¦¡à¦²à§‡à¦° বসত à¦à¦¿à¦Ÿà§‡ সাকà§à¦²à§à¦¯à§‡ ৩০ শতক। সেই জমি কানাই মাকে à¦à§à¦²à¦¿à§Ÿà§‡ লিখে নিয়েছে। যগাই ও মাধাইকে বাদ দিয়েই। তাদের মা লেখাপড়া জানেন না।
কয়েকদিন পর যগাই ও মাধাই মিলে তাদের মাকে লালবাগ বাজারে নিয়ে যায়। পà§à¦°à¦¥à¦®à§‡ তারা মাকে সà§à¦¨à§à¦¦à¦° শাড়ি কিনে দেয়। কায়দা করে জমি রেজিসà§à¦Ÿà§à¦°à¦¿ করে। দà§à¦¦à¦¿à¦¨ বাদে তারাই পà§à¦°à¦šà¦¾à¦° করে, কানাই মায়ের থেকে সব জমি লিখে নিয়েছে।
কানাই বলে হà§à¦¯à¦¾à¦, আমি লিখেছি, আমার যতটা অংশ আছে। তোমরা তো সবই লিখে নিয়েছো। মা তà§à¦®à¦¿ à¦à¦‡ কেন করেছো।
আমি কি লেখাপড়া জানি। তোরা যখন যা বলছিস, তখন তাই করছি।
আমি তো সব জমি নিই নি।
সেটা তোর দাদাকে বল।
দাদা ও তার ছোটো à¦à¦¾à¦‡ মিলে গà§à¦°à¦¾à¦®à§‡à¦° অনà§à¦¯à¦¾à¦¨à§à¦¯à¦¦à§‡à¦° নিজেদের বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡à¦° সপকà§à¦·à§‡ করতে শà§à¦°à§ করল।
কানাইও দেখলো কিছৠকরার নেই। সে à¦à¦¾à¦¬à§‡ কীà¦à¦¾à¦¬à§‡ জমি নেওয়া যায়।
মামাকে ডেকে মাধাই সব বলল।
মামা বললেন, দেখ, তোর বাবা মারা যাওয়ার পর, আমি অনেকà¦à¦¾à¦¬à§‡à¦‡ তোদের সহযোগিতা করেছি। কিনà§à¦¤à§ তোরা সকলে মিলে তোর মাকে, à¦à¦®à¦¨à¦•à¦¿ আমাকেও না জানিয়ে à¦à¦‡ জট পাকিয়ে ফেললি। à¦à¦•à¦Ÿà¦¾ সমাধান কর। à¦à¦–ন à¦à¦•à¦Ÿà¦¾ দলিল কর। সকলেই যাতে অংশ মোতাবেক থাকে।
মাধাই বলল, আমাদের পাকা দলিল কীà¦à¦¾à¦¬à§‡ বাদ যায়। যগাই বলল না, না, আর কোনো দলিল হবে না। সে আমাদের না জানিয়ে লিখেছিল। আমরাও লিখেছি। সে পারলে দলিল বাদ দিক। à¦à¦° সমাধানের কী আছে?
কিছà§à¦¦à¦¿à¦¨ বাদে শোনা গেল। কানাই আবার কীà¦à¦¾à¦¬à§‡ সবই জমি তার মার থেকে নতà§à¦¨ দলিল করে লিখে নিয়েছে।
দালালদের চকà§à¦°à§‡ à¦à¦¾à¦‡, à¦à¦¾à¦‡ à¦à¦° শতà§à¦°à§ হল। দà§à¦‡ à¦à¦¾à¦‡ মিলে কানাই à¦à¦° মাথা ফাটিয়ে দেয়। পà§à¦°à¦¤à¦¿à¦¬à§‡à¦¶à§€à¦°à¦¾ তাকে হাসপাতালে à¦à¦°à§à¦¤à¦¿ করে।
থানা-পà§à¦²à¦¿à¦¶-কেশ-উকিল-ডাকà§à¦¤à¦¾à¦°-মহà§à¦°à¦¿à¦° পেট বোà¦à¦¾à§Ÿ করে তারা কà§à¦·à¦¾à¦¨à§à¦¤ দেয়। উপায়ানà§à¦¤à¦° না দেখে তিন à¦à¦¾à¦‡ ঠমামার সà§à¦®à¦°à¦£à¦¾à¦ªà¦¨à§à¦¨ হলে নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿ হয়।
মামা বলেন, জল পান করতেও করলি, কিনà§à¦¤à§ ঘোলা করেই করলি।
- দ্বি-মাসিক পত্রিকা -
সম্পাদক: মোঃ আযাদ হোসেন
গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১
পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক
নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার
সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ
RNI Ref. Number: 1343240
সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮
azadm.1981@gmail.com, voicemark19@gmail.com