ষষ্ঠ বর্ষ। প্রথম সংখ্যা জানুয়ারি - মার্চ ২০২৪

কবিতা

দিল্লি চলো!

রঞ্জন পাড়ুই

কার জন্য এ রণসাজ!
জলকামান, রোড-ব্লক, ডিভাইডার, বেরিকেড আর কুচকাওয়াজ!

খালি হাত-পা খালি গা, মাঠের লোক
তাদের সাথে লড়তে দেখ, তোমার রোখ
শীতের বেলা ঠান্ডা মেখে মানুষগুলো হাঁটছে দেখ, স্লোগান মাখা রাস্তা চলে দিল্লি চল!

স্পর্ধা কত! দিল্লি যাবি?
সর্বনাশা ভাবনা কেন, অক্কা পাবি!

হরিয়ানার কুরুক্ষেত্রে কৃষক ধোঁকে,
জলকামান আর বেরিকেডের ফাঁদের ঠেকে!

চাই কী তারা? ছি ছি মান গেল ছাই!
দেখ সবাই বর্ডার না পেরোয়...

বন্দি, বন্দি কর, সব কটাকে
দাও পাঠিয়ে প্রয়োজনে মামলা ঠুকে!

আমার আইন আমার পুলিশ আমার লেঠেল
বলে কিনা বদলাতে তা এত ঘেঁটেল!

বেশ করেছি, কৃষি মুক্তি!
যতই বল, কর্পোরেটের বাজার যুক্তি(!)

লাভ কিছু নেই, লাভ কিছু নেই হাম্বা ডাকে
পাঠিয়ে দেব যাকে যখন শ্বশান ঘাটে...

পুবের সূর্য তবু ওঠে, ভুলেই থাক
অন্ধকারের নিকশ হাতে, নিজেকে ঢাকো

রাত পোহালে, সূর্য তোমায় দেখিয়ে দেবে
চিনিয়ে দেবে, জানিয়ে দেবে, ধরিয়ে দেবে

তখন কোথায় ঢাকবে বলো, নগ্নতার লজ্জা মাখা দৃষ্টি তোমার?
দিল্লি তখন অনেক নিকট
শ্বেত রঙ এর হন্যে খোঁজ মিলবে নাকো
সূর্য ওঠা ভোরের রঙ রক্ত যে গো!

 

:: ভয়েস মার্ক ::

- দ্বি-মাসিক পত্রিকা -

সম্পাদক: মোঃ আযাদ হোসেন

গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১

পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক

নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার

সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ

RNI Ref. Number: 1343240

-: যোগাযোগ :-

সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮

azadm.1981@gmail.com, voicemark19@gmail.com

:: সামাজিক মাধ্যম ::