ষষ্ঠ বর্ষ। প্রথম সংখ্যা জানুয়ারি - মার্চ ২০২৪

কবিতা

প্রেম সংগ্রাম

রঞ্জন পাড়ুই

তুমি প্রেমে বসাও প্রহরা, কালে কাল
তুমি মনে মনে দিয়েছ আগল, করাল জাল।

ধর্ম-কারা করেছ খাড়া, যুগ যুগ
তন্ত্র-মন্ত্র-দোয়া-দরুদ , দিয়েছ হুজুগ ;

খড়্গ-তন্ত্রে নিভাতে চেয়েছ প্রেমের প্রদীপ
শাসন ভিতে গেঁড়েছ কত, নিষেদ বাঁধা দ্বীপ

আজ নয় আজ নয়, ফেলে আসা দিন
দাস-তন্ত্র লর্ড-তন্ত্র বাজার-তন্ত্র সব
একই দিন;

প্রেমের মন বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা
চোখ তুলে নাও, পাথর মার, দাও শুলি  কত ধাঁধাঁ;
সেকাল একাল একই যাঁতাকল, মূল্য-দখল ফাঁদা।।

প্রেম-বচনে বিদ্ধ তুমি খ্রিষ্টকে দিলে শূল
ত্রস্ত হয়ে এই তো সেদিন মনসুর আলহাজকে করলে গুম!

অবতার নামায় গিলেই ফেললে বুদ্ধকেও
তারও আগ-বেলাতে সভ্যতার সে প্রত্যুষে

ঋষি বাণীকেও করেছ তোমার ফেউ।

পারোনি কেবল ইউসুফ-জেলেখা ঠেকাতে
পারোনি মোজেসকে আটকাতে।

চরম হারে বন্দি হলে মরুর বুকে: প্রেম ও প্রতিকার ;
কটা বছর কাটতে দিয়ে আবার ছড়ালে মোহজাল --
নিষিদ্ধ প্রেম-বাণী-সংগীত
তোমার হাদিস-কাদিসে ফুঁৎকার।

কাল গোনা শেষে, হাজার বছর পর
ধরণী পেল আবার প্রেম-মণিহার;
জার্মান প্রেমেই দিলে বিংশের বিপ্লব উপহার!

মুখ লুকোনো তুমি, ধ্রুব নিশান নামালে
নখ-দন্ত আস্ফালনে করলে শুরু তান্ডব!
প্রেমহীন নির্মম, একচ্ছত্র রব!

 

কাল-প্রবাহে জেগে উঠে একদিন
প্রেম-অস্ত্রে শানদেয়, ওই যে প্রেমিক
ভারত মহাসাগর তীরে
তোমার জাল কাটে, জাল বোনে ধীরে
বিশ্ব-ক্যানভাসে দেখি, কেবল চাঁদ ফুল আর পাখি
কোথা সে দুষ্ট পাশবিক!

 

কাল সমরে হারায় নীল-নির্মম
জেগে রয় শান্ত-সবুজ চরাচর।।

 

:: ভয়েস মার্ক ::

- দ্বি-মাসিক পত্রিকা -

সম্পাদক: মোঃ আযাদ হোসেন

গ্রাহক পরিষেবা: রনিক পারভেজ, ৯৩৭৮৪৮০১৯১

পাণ্ডুলিপি (ম্যানুস্ক্রিপ্ট) প্রস্তুতি ও সম্পাদনা : মোঃ মিনারুল হক

নামলিপি ও প্রচ্ছদ চিত্র: হিমাদ্রী শেখর মজুমদার

সত্বাধিকার: ভয়েস মার্ক কালচারাল গ্রূপ

RNI Ref. Number: 1343240

-: যোগাযোগ :-

সম্পাদকীয় দপ্তর:
ভগবানপুর , আষাঢ়িয়াদহ
লালগোলা, মুর্শিদাবাদ
পিন - ৭৪২১৪৮

azadm.1981@gmail.com, voicemark19@gmail.com

:: সামাজিক মাধ্যম ::